ইসলাম মিয়া স্মৃতি সিসিএল আন্তঃস্কুল দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত ইসলাম মিয়া স্মৃতি সিসিএল আন্তঃস্কুল দাবা দল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার দু’দিনব্যাপি এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, যে জাতির তরুণরা যুক্তি ও চিন্তা চর্চায় এগিয়ে যাবে সে জাতি কখনো পিছিয়ে থাকে না। দাবা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও মেধার চর্চা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চিটাগাং ক্লাবের সাবেক চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম এবং চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। চিটাগাং ক্লাব নির্বাহী কমিটি সদস্য ও দাবা বিভাগের মেম্বার ইনচার্জ অতিথিদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন সিসিএল এর সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, চিটাগাং ক্লাব নির্বাহী কমিটির সদস্য দীলদার আহমেদ (দিলু), এবং সাবেক সিসিএল নির্বাহি কমিটির সদস্য ডা. ফাহিম হাসান রেজা, মাহবুবুল কবির খান (শান্তুনু) প্রমুখ।

উল্লেখ্য, এই টুর্নামেন্টে স্বাগতিক চিটাগাং ক্লাবের ২টি টিম সহ চট্টগ্রামের ২৯ টি স্কুলের মোট ১২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন, সিসিএল দাবা সাব কমিটির কনভেনর শায়লা মাহমুদ। এই টুর্র্নামেন্টে সহযোগিতা করছে সিজেকেএস দাবা কমিটি, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি এবং চেস কোড একাডেমি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধজাতীয় দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নোশিন আনজুম