ইসলামী শাসনব্যবস্থা কায়েম হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে

কলাউজানে শাহজাহান চৌধুরী

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, গরীব দুঃখী মেহনতীর ঘামের মূল্য নিশ্চিত করতে দাঁড়িপাল্লায় ভোট দিন। ইসলামী শাসনব্যবস্থা কায়েম হলে সকলপ্রকার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। শিশু ও নারীপুরুষ সকলে দেশের সুবিধা ভোগ করে বেঁচে থাকবে। চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) সংসদীয় আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য শাহজাহান চৌধুরীর গতকাল বুধবার লোহাগাড়া কলাউজান ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পাড়ামহল্লায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, কলাউজান ইউনিয়ন আমির ডা. ছিদ্দিক আহমদ, সেক্রেটারি মৌলানা রেজাউল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী ট্রেনের হুইসেল বেজে গেছে, ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বিএম ডিপো পরিদর্শনকালে ডাচ রাষ্ট্রদূত