১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ শনিবার নগরের জমিয়তুল ফালাহ ময়দানে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ করবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। গতকাল বুধবার মহাসমাবেশ প্রস্তুতি কমিটি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী।
১০ দফা দাবির মধ্যে রয়েছে সুফিবাদি জনতার অধিকার আদায়, স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, দ্রব্যমূল্য হ্রাস, দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, বিদেশে পাচারকৃত লাখ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা এবং সন্ত্রাস–জঙ্গীবাদ ও মাদকমুক্ত স্বদেশ গড়া।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী বলেন, সুফিবাদি জনতা দেশে সংখ্যাগরিষ্ঠ হলেও বায়তুল মুকাররম, ইসলামিক ফাউন্ডেশন, ৫৬০টি মডেল মসজিদসহ ধর্মীয় প্রকল্পগুলোতে সুন্নী জনতার প্রতিনিধিত্ব নেই। এসব সরকারি প্রতিষ্ঠান বাতিল বিকৃত মতাদর্শী স্বাধীনতা বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে। এসব দ্বীনি প্রতিষ্ঠানে সুন্নি আলেম, ইমাম–খতিব ও লেখক–গবেষকদেরকে নিয়োগ দেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
চট্টগ্রামের উন্নয়নে সরকারকে আরো জোরালো পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামে আজ সমস্যার পাহাড়। নগরের জলাবদ্ধতা ও যানজট সমস্যা আজ প্রকট। জলাবদ্ধতা সমস্যা নিরসনে চলমান প্রকল্প দ্রুত সমাপ্ত করতে হবে। কালুরঘাটে নতুন সেতু না হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের লাখ লাখ মানুষ আজ ভোগান্তির শিকার। তাই অপ্রয়োজনীয় প্রকল্পে বরাদ্দ না দিয়ে সরকারকে অবিলম্বে কালুরঘাটে নতুন সেতু নির্মাণ, দক্ষিণ চট্টগ্রামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং উত্তর চট্টগ্রামের জানালী হাট স্টেশন থেকে কাপ্তাই পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের দাবি জানান ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত সৈয়দ মছিহুদ্দৌলা, পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, এড. আবু নাছের তালুকদার, এম. সোলায়মান ফরিদ, মাওলানা রেজাউল করিম তালুকদার, মাওলানা নুরুল ইসলাম জিহাদী প্রমুখ।