ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, পীর সাহেব চরমোনাই ঘোষিত ১৫ দফা দাবি আদায়ে আগামীকাল শুক্রবার বাদ জুমা হতে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও নগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের নেতা আবুল কাশেম মাতাব্বর, আল মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ ইবরাহীম খলিল, মাওলানা তরিকুল ইসলাম, মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন, আব্দুর রহমান রবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।







