বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ছাত্র জনতার জীবনের বিনিময়ে আজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। নিহত হয়েছে দেশের আপামর ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, নারী ও শিশুসহ অসংখ্য মানুষ তাদের এই আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ আজ এক নতুন দিনের প্রত্যাশায় যাত্রা শুরু করেছে। তাদের এই আত্মত্যাগের পরিপূর্ণ সফল করতে আমরা ঐক্যবদ্ধ। সে জন্য ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ত্যাগ–কুরবানি পেশ করতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানার ৩৬ নম্বর গোসাইলডাঙা ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩৬ নম্বর গোসাইলডাঙা ওয়ার্ড আমীর জাকের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা জামায়াতের আমীর আবু জোবায়ের, থানা নায়েবে আমীর আহমদ উল্লাহ, থানা সেক্রেটারি মুহাম্মদ ইকবাল শরীফ, আহমদ উল্লাহ, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, কামারুজ্জামান, শামসুল আলম প্রমুখ।
জামায়াতে ইসলামী আকবরশাহ থানা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার বলেছেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকার জনগণের উপর চরম জুলুম অত্যাচার চালিয়েছে। জনগণের রোষে খুনী সরকারের পতন হয়েছে। জনগণের এই বিজয় ধরে রাখতে হবে। জনগণের স্বপ্ন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিজয়ে উল্লসিত না হয়ে আল্লাহর তসবিহ ও আল্লাহর নিকট বেশি বেশি তাওবা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর আকবরশাহ থানার উদ্যোগে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আকবরশাহ থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আফছার উদ্দিন শাহীন, মোরশেদ জিয়া উদ্দিন, আব্দুল করিম, আফজল আহমদ প্রমুখ।
জামায়াতে ইসলামীর অবস্থান কর্মসূচি : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাহারা, বিভিন্ন থানায় অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করা হয়েছে। নগরীর সদরঘাট, বায়েজিদ, হালিশহর, ডবলমুরিং, ইপিজেড, কোতোয়ালী, আকবরশাহ, খুলশীসহ বিভিন্ন থানা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সদরঘাট থানা আমীর মুহাম্মদ আব্দুল গফুর, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












