ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করার দাবি

ফটিকছড়িতে আহলে সুন্নাতের মানববন্ধন

| মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলা ও ফটিকছড়ি পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় মুসলমানদের প্রথম কেবলা ও ফিলিস্তিনিদের উপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মানববন্ধনে বক্তারা ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করার জন্য জাতিসংঘের প্রতি জোর দাবি জানান। ফটিকছড়ি সদর বাস স্টেশন ও বিবিরহাট বাজারে মাওলানা সৈয়দ শহীদুল আলম শাহ আলহাদীর সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ফিরোজ আলম রেজভীর সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মঈনুল আলম চৌধুরী, মাওলানা আবু তাহের আল কাদেরী, মাওলানা সাইফুর রহমান ফারুকী, মাও. নুরুল আমিন রেজভী, মাও. শাহ আলম কাদেরী, মাওলানা আব্দুল্লাহ আল মাছউদ কাদেরী, মাওলানা ফয়েজুল আলম কাদেরী, মাও. আবুল হাসেম রেজভী, মাওলানা নুর উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন, আলহাজ্ব মুজিবুল আলম বাবুল, মাওলানা এরশাদ, মাওলানা মোহাম্মদ আলী ফারুকী, হাফেজ জুবায়ের, মাওলানা বেলাল উদ্দীন কাদেরী, ছাত্রনেতা আজিজুল করিম, হাফেজ মুস্তাফিজ, মাওলানা ইউসুফ মিয়া ফারুকী, হাফেজ ইয়াকুব, মাওলানা শাহাদাত হোসাইন কাদেরী, মাও. আছগর, ইয়াকুব মানিক, মাও. বাকের আনছারী, এডভোকেট হামিদুল্লাহ, হাফেজ নজরুল, আহমদ রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূর্ণাঙ্গ কার্ডিয়াক ইউনিট ও ক্যাথ ল্যাব চালুর সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধবিভাগীয় কমিশনারকে মুক্তিযোদ্ধা সংসদের বিদায় সংবর্ধনা