ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

| মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

গত বছর ৭ অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থ হওয়ার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহারন হালিভা। তার একজন উত্তরসূরি বেছে নেওয়ার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সআইডিএফ। খবর বিডিনিউজের।

নিজের পদত্যাগ পত্রে হালিভার লেখেন, তিনি স্বীকার করছেন, তার গোয়েন্দা অধিদপ্তর তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলার পর এই প্রথম দেশটির শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে দাঁড়ালেন।

বিবিসি জানায়, ইসরায়েলে হামাস হামলা করতে পারে, একাধিক স্থান থেকে এমন সতর্কবার্তা পেয়েছিলেন ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। কিন্তু তাদের কেউ ওই সতর্কবার্তা আমলে নেয়নি।

৭ অক্টোবর ভোরে হামাস প্রথমে গাজা থেকে ইসরায়েলের দিকে বৃষ্টির মত রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদের দিশেহারা করে ফেলে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় প্রতিযোগিতা চলাকালে রেসিং কারের ধাক্কায় নিহত ৭
পরবর্তী নিবন্ধমালদ্বীপে প্রেসিডেন্ট মইজ্জুর দলের বড় জয়