ইলেক্ট্রনিক ব্যবসার আড়ালে অ্যাপসের মাধ্যমে ইয়াবা বিক্রি

আজাদী অনলাইন | শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৮ অপরাহ্ণ

ইলেক্ট্রনিক ব্যবসার আড়ালে অ্যাপসের মাধ্যমে ইয়াবা বিক্রেতা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, ইয়াবা বিক্রির টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) পুলিশের পক্ষ থেকে মো. আব্দুল করিম (৩৯) নামে ঐ ব্যবসায়ীকে গ্রেফতারের কথা জানানো হয়। বাংলানিউজ
আব্দুল করিম সাতকানিয়ার বারদোনা এলাকার দোভাষীর পাড়ার মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশের ভাষ্য, আব্দুল করিম রিয়াজুদ্দিন বাজারে ইলেক্ট্রনিক পণ্যের ব্যবসার আড়ালে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন। এর আগেও ইয়াবা বিক্রির দায়ে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, ঐ ব্যক্তিকে শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টায় আটক করা হয়। তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ২৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন, “ইলেক্ট্রনিক পণ্যের ব্যবসার আড়ালে অ্যাপসের মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন ঐ যুবক। এর আগে গোয়েন্দা পুলিশের হাতে সাউন্ড বক্সের ভিতরে ঢুকিয়ে ৬ হাজার পিস ইয়াবা পাচারকালে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ২
পরবর্তী নিবন্ধশাসক নয়, সেবক হিসেবে আমৃত্যু কাজ করতে চাই : ফজলে করিম