ইলিশ জব্দ, নিলামে বিক্রি দেড় লাখ টাকা জরিমানা

নগরীতে ৪০০ কেজি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

জেলা মৎস্য দপ্তর চট্টগ্রাম ও বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় নগরীর বন্দরটিলা, আনন্দবাজার ও দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাটে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশ ১ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়।
অভিযানে মাছ ধরার বোট নিষেধাজ্ঞা অমান্য করায় সামুদ্রিক মৎস্য আইনে বোটের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে বরফ মজুদ রাখায় ২ জন বরফ বিক্রেতাকে সামুদ্রিক মৎস্য আইনে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, উপ সহকারী পরিচালক মাইসুরা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান ও বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা যায়, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, বৃদ্ধির জন্য সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরনের ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে যুব মহিলা লীগের সম্মেলন
পরবর্তী নিবন্ধএরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ