ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি বিক্রি

চন্দনাইশে দুই ব্যবসায়িকে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে সরকারি নির্দেশনা অমান্য করে বিক্রির সময় ৫০ কেজি ইলিশ ও জেলিযুক্ত ৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২ ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাধীন দেওয়ানহাট মৎস্য আড়ৎ, দোহাজারী বাজার ও চন্দনাইশ পৌরসভা কাঁচাবাজারে পৃথক এ অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, বর্তমানে ইলিশের প্রজজন মৌসুম চলছে। সরকার গত ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষেধ ঘোষনা করেছে। এ আইন অম্যান্যকারীর শাস্তি কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।
এদিকে গতকাল সোমবার সরকারি নির্দেশনা অমান্য করে বাজারে ইলিশ বিক্রির সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে উপজেলার দোহাজারী পৌরসভাধীন দেওয়ানহাট মৎস্য আড়ৎ, দোহাজারী বাজার ও চন্দনাইশ পৌরসভা কাঁচাবাজারে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় চন্দনাইশ পৌরসভার কাচাঁবাজারে বিক্রির জন্য রাখা মৎস্য ব্যবসায়ি সজল দাসের কাছ থেকে ৫০ কেজি ইলিশ এবং জেলিযুক্ত ৩০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়। একইদিন দোহাজারী বাজারে বিক্রির জন্য রাখা মৎস্য ব্যবসায়ি মো. মফিজুল ইসলামের কাছ থেকে ২০ কেজি জেলিযুক্ত বাগদা চিংড়ি জব্দ করা হয় এবং ভোক্তা অধিকার আইন ও মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন আইন ও মৎস্য সুরক্ষা ও সরক্ষণ আইনে ২ মৎস্য ব্যবসায়িকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘গলুই’ অনুদান পেয়েছে ৬০ লাখ, শাকিব নিচ্ছেন ৪০ লাখ
পরবর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সভা