ইলিশ ও একটি ভাইরাল পোস্ট

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

ইলিশ নিয়ে গত কদিন ধরে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে উঠেছে। পুরো জাতি যেনো একসাথে প্রশ্নটি করছে। ফেসবুক পোস্টে নানাজন নানাভাবে মন্তব্য করছেন। ইলিশ জাতীয় মাছ হলেও হাজার হাজার মানুষের ইলিশের নাগাল না পাওয়া নিয়ে আক্ষেপ রয়েছে।

পোস্টে বলা হয় যে, “ইলিশ ঘাস খায় না, খড় খায় না, খৈল, ভুষি বা ফিডও খায় না। ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না। ইলিশ ইউক্রেনরাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না। নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম গরু ছাগলের মাংস থেকেও অনেক বেশী।

অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ফেসবুক পোস্টে প্রশ্ন করা হয় যে, এর জন্য দায়ী কে…???

পোস্টে বলা হয়, ইলিশ আমাদের জাতীয় মাছ।

সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো?

ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টে নানাজনের মন্তব্যের কমন প্রশ্ন হচ্ছে ইলিশের দাম কমে না কেন? ইলিশ দিনে দিনে সোনার হরিণ হয়ে উঠার পেছনে দায়ী কারা, রহস্য কি!

পূর্ববর্তী নিবন্ধদুই দলের সমাবেশই এক দিন পেছাল
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার