ইরেন জোলিও-ক্যুরি : নোবেল জয়ী ফরাসী বিজ্ঞানী

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:৪৪ পূর্বাহ্ণ

ইরেন জোলিওক্যুরি (১৮৯৭১৯৫৬) ছিলেন বিখ্যাত ফরাসি বিজ্ঞানী। এছাড়াও তিনি মারিয়া স্‌ক্লদভ্‌স্কা ক্যুরি এবং পিয়ের ক্যুরি দম্পতির কন্যা ও ফ্রেদেরিক জোলিওক্যুরির স্ত্রী ছিলেন। মাবাবার মতো ইরেনও বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য ১৯৩৫ খ্রিষ্টাব্দে যৌথভাবে ফ্রেডরিক জোলিও কুরির সঙ্গে নোবেল পান। তাঁরাও ছিলেন দম্পতি। কুরি দম্পতিদের এই সাফল্যের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী সফল নোবেল পরিবার হিসেবে তাঁদের খ্যাতি রয়েছে। ইরেন কুরি ১৮৯৭ খ্রিষ্টাব্দে ১২ ই সেপ্টেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। পারিবারিক আবহে লেখাপড়া শুরু হলেও ছেলেবেলা থেকে তাঁর মধ্যে অসাধারণ গাণিতিক বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোতে সেই শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না বলে তাঁর মাবাবা মনে করতেন। তাঁর মা মারিয়া কুরি বিখ্যাত কয়েকজন ফরাসি পদার্থবিদ ও গণিতবিদের সহায়তায় ‘দ্য কোঅপারেটিভ’ নামে একটি ভিন্নধারার শিক্ষাপদ্ধতি চালু করেন। এখানে খেলাচ্ছলে শিশুদের অঙ্ক, বিজ্ঞান ও বিভিন্ন ভাষায় শিক্ষা দান করা হতো। প্রায় দুই বছর স্থায়ী ব্যতিক্রমী এই শিক্ষাপদ্ধতি প্রথম মহাযুদ্ধের কারণে ব্যাহত হয়। এরপর ১৯২৪ খ্রিষ্টাব্দে সরবোন বিশ্ববিদ্যালয় থেকে ইরেন কুরি ডিএসসি ডিগ্রি অর্জন শেষে তরুণ রসায়নবিদ ফ্রেডরিক জোলিও কুরির সহযোগী হিসেবে যুক্ত হন। ১৯২৬ খ্রিষ্টাব্দে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯২৮ খ্রিষ্টাব্দে দুজন একত্রে পারমাণবিক পদার্থবিদ্যার গবেষণায় মনোনিবেশ করেন। তাঁরা গবেষণায় পজিট্রন ও নিউট্রনকে একত্রে দেখতে পান; যদিও গবেষণাটি শেষ পর্যন্ত সফল হয়নি। গুরুত্বপূর্ণ এই গবেষণার ফলাফলকে কেন্দ্র করে কার্ল ডেভিড এন্ডারসন ও জেমস চ্যাডউইক ১৯৩২ খ্রিষ্টাব্দে নিউট্রন আবিষ্কার করেন। ১৯৩৫ খ্রিষ্টাব্দে এই দম্পতি রসায়নশাস্ত্রে নোবেল পান, তাঁদের আবিষ্কারের মূল্যায়ন করা হয় কৃত্রিম তেজস্ক্রিয়তার উদ্ভাবক হিসেবে। এই আবিষ্কারের ফলে স্বল্পকালের মধ্যেই বোরন, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম সহযোগে আলফা উপাদান থেকে রেডিওআইসোটোপ আবিষ্কৃত হয়। ইরেন জোলিও কুরি ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলীতে দীর্ঘদিন ধরে পানি নেই, পানি চাই