ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত পাকিস্তানের

| বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) এ তথ্য জানিয়েছে। তেহরান তার আকাশসীমা লঙ্ঘন করার পর দুই দেশের মধ্যে চলমান বা পরিকল্পিত সমস্ত উচ্চ পর্যায়ের সফর স্থগিত করা হয়েছে। খবর বাংলানিউজের।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতিতে তাদের ভূখণ্ডে হামলার নিন্দা জানানোর পর দুই দেশের সম্পর্কের অবনতি হয়। হামলায় দুই শিশুর মৃত্যু এবং তিন মেয়ে আহত হয়। এ ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ঘটনার অবস্থান উল্লেখ না করলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বেলুচিস্তানের সীমান্ত শহর পাঞ্জগুরে এ হামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৮ ফেব্রুয়ারি পিটিআই চমকে দেবে, বললেন কারাবন্দি ইমরান
পরবর্তী নিবন্ধপাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা