সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে সাংবাদিক রুহুল্লা জ্যামের ফাঁসির আদেশ বহাল রেখেছে ইরানের সুপ্রিম কোর্ট। ইরান সরকারের অভিযোগ, রুহুল্লা ফ্রান্স ও ইসরাইলের সঙ্গে আঁতাত করে তিন বছর আগে ২০১৭ সালে ইরানে সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিয়েছেন। ফলে ইরানের ১২টিরও বেশি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সহিংসতায় প্রাণ হারায় প্রায় ৩০ জন।
রুহুল্লা ফ্রান্স থেকে ‘আমাদ নিউজ’ নামে একটি নিউজ চ্যানেল চালাতেন। যেটি সমগ্র ইরানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ইরানি সরকার চ্যানেলটিকে বন্ধ ঘোষনা করলেও এখনও প্রায় ১০ লাখ ইরানি নাগরিক চ্যানেলটি ‘টেলিগ্রামে’ ফলো করেন। ২০০৯ সালের গ্রিন মুভমেন্টের পর ’১৭ সালের এই আন্দোলন ছিল ইরানের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন।












