আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান, শায়খুল হাদীস, মাওলানা কাজী মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফী বলেন, ইমাম হুসাইনের (রহ.) অনুসারীরাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর আহলে সুন্নাত ওয়াল জামাআতই আল্লাহ, রাসুল (দ.), সাহাবায়ে কিরাম, আওলিয়ায়ে কিরামের নির্দেশিত একমাত্র মুক্তির পথ। গত শনিবার পটিয়া মধ্য বড়লিয়া গাউসিয়া কমিটি ও আলা হযরত (রহ.) স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে, পবিত্র আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে শাহাদাতে কারবালা মাহফিলে প্রধান ওয়াজিনের বক্তব্যে তিনি এসব বলেন। গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের সাবেক সভাপতি অধ্যক্ষ আল্লামা আবদুর রহিম আলক্বাদেরীর সভাপতিত্বে ও শাহাদাত হোসাইন সাজ্জাতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ রাশেদ মনোয়ার, উদ্বোধক ছিলেন পটিয়া জঙ্গলখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসাইন ফরিদ। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ কায়সার উদ্দিন ক্বাদেরী, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মোরশের উল্লাহ, মুহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী মেম্বার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।