ইমাম গ্রুপের মোহাম্মদ আলীর বিরুদ্ধে আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা

দুবাই থেকে ফিরিয়ে আনার নির্দেশ দেড় হাজার কোটি টাকা ঋণ খেলাপি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ মে, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংক, আগ্রাবাদ শাখার ১৮৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের একটি অর্থ জারি মামলায় মেসার্স ইমাম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইমাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেছা আক্তারকে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পাশাপাশি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদের দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সোনালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সোনালী ব্যাংকের ১৮৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে ২০১২ সালে অর্থঋণ মামলা দায়ের হয়। ২০২২ সালের ২০ এপ্রিল মামলায় রায় হয়। রায়ে ষাট দিনের মধ্যে ঋণ পরিশোধের কথা বলা হয়। কিন্তু ঋণ অনাদায়ী থেকে যায়। পরে একই বছরের ২ নভেম্বর জারি মামলা দায়ের করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো টাকাই পরিশোধ করেননি মোহাম্মদ আলী। বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন জানিয়ে বেঞ্চ সহকারী বলেন, সেখানে তিনি দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া টাকা নানা ব্যবসায় বিনিয়োগ করেছেন। আদালতের রায়ে উঠে এসেছে এসব তথ্য। আদালতের রায়ে বলা হয়, মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সোনালী ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নানা সময়ে দায়ের করা অন্তত ১৫টি মামলা অর্থঋণ আদালতে বিচারাধীন রয়েছে। যেখানে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ দেড় হাজার কোটি টাকা। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে আইনগত লড়াই চালিয়েও এসব টাকা উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এর ফলে ব্যাংক ও বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। বেঞ্চ সহকারী বলেন, সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখার দায়ের করা জারি মামলায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে করা আবেদন আমলে নিয়ে বিচারক আটকাদেশ, গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছেন। মোহাম্মদ আলী, তার স্ত্রীর পাশাপাশি মোহাম্মদ আলীর মা হামিদা বেগমের বিরুদ্ধেও আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ১৪ দলীয় জোটের সমন্বয়ক হলেন সুজন
পরবর্তী নিবন্ধঘরে আগুন, চকরিয়ায় ঘুমন্ত শিশুর মৃত্যু