সঙ্গীতের ছোঁয়ায় মানুষের অন্তর রঙিন হয়। জীবন চলার পথে সঙ্গীতকে আপন করে নিন। আপনাকে মানসিকভাবে চাঙা রাখবে, ক্লান্তি আসবে না। সঙ্গীত হলো হৃদয়ের অনুভূতির জাদুঘর। সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান ও বার্ষিক সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন। সাবেক অধ্যাপক কানু কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠ আর্য্য সঙ্গীত সমিতির উপাধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী। বর্ষা মজুমদারের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গিটার শিল্পী অমল কান্তি মিত্র, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শিখা রানী দাশ। স্বাগত বক্তব্য রাখেন ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের পরিচালক রঞ্জন দত্ত। সঙ্গীত পরিচালনায় ছিলেন উপাধ্যক্ষ রচিতা চৌধুরী।
উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন পর্নিকা সিংহ, প্রিয়ন্তী দত্ত ও সায়র চৌধুরী। তবলা লহড়া পরিবেশনায় আদিত্য দাশ, সহযোগিতায় ছোটন দে, পরিচালনায় রতন কুমার দত্ত। দলীয় সঙ্গীত পরিবেশনায় ছিল পর্নিকা, পুর্না, স্মৃতা, স্নেহা, আরোহী, নবনীতা, সায়ন্তি সিংহ, অনন্যা, প্রেমা, ইন্দ্রানী, সৃষ্টি, মুনমুন, শ্রেয়া, সায়র, প্রিয়ন্তি, প্রিয়াংকা, মেঘাশ্রী, তুলি, অথৈ প্রমুখ বিদ্যাপীঠের ছাত্র–ছাত্রীরা।