আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত বিরাজমান রাজনৈতিক বিতর্ককে আরো উস্কে দেবে। এছাড়া নির্বাচন কমিশনের (ইসি) আস্থার সংককটে আরো প্রকট করে তুলবে। তাই এই সিদ্ধান্ত থেকে ইসিকে সরে আসার পরামর্শ দিয়েছে দেশের ৩৯টি বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এমন আহ্বান জানায়। খবর বাংলানিউজের।
বিবৃতিদাতারা হলেন ব্যারিস্টার আমির-উল ইসলাম, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী; ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক; এম হাফিজউদ্দিন খান, অবসরপাপ্ত মহা হিসাব-নিরীক্ষক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা; ড. আকবর আলি খান প্রমুখ। এতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক ঐকমত্য ছাড়াই সর্বোচ্চ ১৫০টি আসনে ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ইসির এ সিদ্ধান্ত অযৌক্তিক। এটি রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দেবে এবং কমিশনের বর্তমান আস্থার সংকটকে আরও প্রকট করে তুলবে।