ইভিএমের চ্যালেঞ্জ শুধু গোপন কক্ষে ‘ডাকাত’

ইসি আহসান

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

 

ইসির ইভিএমে জালিয়াতির কোনো সুযোগ নেই দাবি করলেও একটি ক্ষেত্রে শঙ্কার কথা বললেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। সেটা হচ্ছে, গোপন কক্ষে যদি কেউ অবস্থান করে ভোটারকে প্রভাবিত করে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের মধ্যে গতকাল সোমবার ঢাকায় নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আহসান হাবিব এই শঙ্কা প্রকাশের সঙ্গে গোপন কক্ষে ‘ডাকাত’ ঠেকানোর হুঁশিয়ারি দেন। খবর বিডিনিউজের।

সকালে নির্বাচন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের প্রার্থীদের প্রতিনিধিদের ইভিএম কাস্টমাইজেশন প্রক্রিয়া দেখানো হয়। এর চার দিন আগেই এক দল প্রযুক্তি বিশেষজ্ঞকে ইভিএম দেখিয়ে নিয়েছিল ইসি। কুমিল্লার প্রার্থীদের প্রতিনিধিদের ইভিএম দেখানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান। সেখানে একজন সাংবাদিক বলেন, এর আগে দেখা গেছে যে গোপন কক্ষে ঢুকে ইভিএমে ব্যালট খোলার পর একজনের ভোট অন্যজন দিয়ে ফেলার অভিযোগ উঠেছে। তখন আহসান হাবিব বলেন, ইভিএমের মধ্যে চ্যালেঞ্জ একটাই। আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। সেটা হচ্ছেএকটা ডাকাত, সন্ত্রাসী, ওই গোপন কক্ষে একজনকে দাঁড়িয়ে রাখা। আপনার ভোট হয়ে গেছে, চলে যান। দিজ ইজ দ্য চ্যালেঞ্জ। তবে আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ও ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন, সাংবাদিকদের উপস্থিতি ও আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় কোনো ধরনের অনিয়ম ঘটবে না বলে আশ্বস্ত করে তিনি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধফেনীর ছাত্রলীগ নেতা বহিষ্কার