নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় মোড় এলাকায় ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক ইভান হত্যা মামলার এজাহারনামীয় আসামি কিশোর গ্যাং লিডার অনিক দে অন্তুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১টা ২০ মিনিটে নগরীর কোতোয়ালী থানাধীন হেমসেন লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক দে অন্তু আনোয়ারা উপজেলা সদরের ঘনপুকুর এলাকার রাখাল হরি দের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হেমসেন লেন এলাকায় অভিযান চালিয়ে ইভান হত্যা মামলার এজাহারনামীয় আসামি অন্তুকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার আজাদীকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে অনিকের নাম পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার ভিত্তিতে পুলিশ এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ এপ্রিল রাতে নগরীর চেরাগী পাহাড় সংলগ্ন রাজাপুকুর লেইনের দয়াময়ী ভবনের সামনে দুই দল কিশোর–তরুণের মারামারির মধ্যে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) নামে এক তরুণ খুন হন। ইভান নগরীর বিএএফ শাহীন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নগরীর এনায়েত বাজারে তার বাসা ছিল। এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জামালখানে ফুটপাতের পাশে চেয়ারে বসা নিয়ে দুই উপগ্রুপের মধ্যে ঝগড়া একপর্যায়ে সংঘাতে রূপ নেয়। এর জেরেই প্রাণ হারান কলেজ ছাত্র ইভান।