ইবনে সিনা ও শেঠ গ্রুপ কর্পোরেট চুক্তি স্বাক্ষর

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:২১ পূর্বাহ্ণ

ইবনে সিনা ট্রাস্ট ও শেঠ গ্রুপের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রাম শাখায় অনাড়ম্বর অনুষ্ঠানে শেঠ গ্রুপের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রোসাঙ্গীর ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে জিএম অ্যান্ড হেড অব মার্কেটিং এ এন এম তাজুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেঠ গ্রুপের ডিরেক্টর অপারেশন টলু উস সামস্‌, হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন বাসু দেব রুদ্র এবং ইবনে সিনা ডি-ল্যাব চট্টগ্রাম শাখার অ্যাডমিন ইনচার্জ এস এম তৌহিদুর রহমান, ট্রাস্টের কর্পোরেট মার্কেটিং উইং ইনচার্জ মো. হাদিউল করিম খান, চট্টগ্রাম জোন মার্কেটিং ইনচার্জ তৈয়বুর রহমান, কর্পোরেট মার্কেটিং অফিসার সৈয়দ আব্দুল হাকিম প্রমুখ। চুক্তি অনুযায়ী শেঠ গ্রুপের সকল স্টাফ, কর্মকর্তা ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সকল শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি স্বাস্থ্য সেক্টর কর্মচারীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধশাহ-ই- জাহান চৌধুরী ছিলেন নীতির প্রশ্নে আপোষহীন