বেসরকারি স্বাস্থ্য সেক্টর কর্মচারীদের মানববন্ধন

মজুরি বোর্ড গঠনের দাবি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:২১ পূর্বাহ্ণ

বেসরকারি স্বাস্থ্য সেক্টরে নিম্নতম মজুরি বোর্ড গঠন, শ্রম আইন বিধি বাস্তবায়ন, বেতন বৃদ্ধি এবং শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম এক্স-রে প্যাথলজি ও হেলথ্‌ ক্লিনিক কর্মচারী ইউনিয়ন। গতকাল সোমবার সকালে নগরীর প্রবর্তক মোড়ে আয়োজিত মানববন্ধনে কয়েকশত শ্রমিক কর্মচারী অংশ নেয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, চট্টগ্রাম এঙ-রে প্যাথলজি ও হেলথ্‌ ক্লিনিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মীর মো. ইলিয়াছ, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, জেলা নেতা বিপ্লব চক্রবর্তী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শহীদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
টিইউসি সভাপতি তপন দত্ত বলেন, বেসরকারি স্বাস্থ্য সেক্টর আজ বিশাল অর্থনৈতিক খাত হিসেবে গড়ে উঠেছে। এই সেক্টর এখন গ্রামাঞ্চলে পর্যন্ত প্রসারিত হয়েছে। শ্রমিক-কর্মচারীদের শোষণ করে একটা প্রতিষ্ঠানের আয় দিয়ে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুললেও মালিকরা এখানে শ্রম আইন ও বিধি, দেশের প্রচলিত আইনের কোন তোয়াক্কা করেন না। শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র, নৈমিত্তিক ছুটি, পীড়া ছুটি, অর্জিত ছুটি, মাতৃকালীন ছুটিসহ কোনো ছুটি সবেতন দেওয়া হয় না। দৈবদুর্বিপাকে ১ দিন অনুপস্থিত থাকলে শ্রমিক-কর্মচারীদের দুই তিন দিনের বেতন কর্তন করা হয়। তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্য সেক্টরের শ্রমিক- কর্মচারীদের চাকুরির নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা কিছুই নাই।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়ল ৮ বসতঘর
পরবর্তী নিবন্ধইবনে সিনা ও শেঠ গ্রুপ কর্পোরেট চুক্তি স্বাক্ষর