নগরীতে ছুরিকাঘাতে মো. আব্দুর রহিম (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ইপিজেড থানাধীন লেবার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম লেবার কলোনির বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, সন্ধ্যার পর লেবার কলোনিতে দুই গ্রুপে মারামারি হয়। এরপর কে বা কারা রহিমকে ছুরিকাঘাতে খুন করে। যদিও পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
রাত ১১টায় কথা হলে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি মন্তব্য করে ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। কিন্তু কেউ মুখ খুলছে না। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, রহিম কাজকর্ম কিছুই করত না। এলাকায় খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত ছিল। যারা খুন করেছে তারাও খারাপ প্রকৃতির। পূর্ব শত্রুতা বা আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা পুলিশের। খুনের কারণ উদঘাটন ও ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি কবিরুল ইসলাম। নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।











