ইপিজেড থেকে অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন- মো. শাকিল (১৯) ও তার মামা সোলায়মান প্রকাশ ইয়াকুব (২২)। গত সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। ইপিজেড থানা সূত্রে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার লিমা আক্তার ও মো. শাকিল প্রেম করে বিয়ে করেন। পরে সেখান থেকে পালিয়ে এসে ইপিজেড এলাকার আকমল আলী রোডের একটি বাসায় সংসার শুরু করে। এ ঘটনায় গত ৫ অক্টোবর লিমার বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। ওই মামলায় শাকিল ও ইয়াকুবকে আটক করা হয়। ইপিজেড থানার উপ-পরিদর্শক মো. আবু সাইদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এদিকে চট্টগ্রাম এসে শাকিল একটি গার্মেন্টেসে চাকরি নেন। গত ১০ অক্টোবর সে চাকরিতে যায়। সন্ধ্যায় এসে দেখে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লিমা। ওইদিন পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে। সেখানে লেখা ছিল, আমি আমার পরিবার ছাড়া বাঁচতে পারব না, তাই আমি চলে গেলাম। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবর সার্ভিস উপলক্ষে কর্ণফুলী লায়ন্স ক্লাবের কর্মসূচি
পরবর্তী নিবন্ধও আর নিজাম আবাসিকে সিপিডিএলের আরো একটি নতুন প্রকল্প