ও আর নিজাম আবাসিকে সিপিডিএলের আরো একটি নতুন প্রকল্প

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

নগরীর অভিজাত এলাকা ও আর নিজাম আবাসিকে আরো একটি নতুন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে সিপিডিএল। গত ১০ অক্টোবর সিপিডিএল পরিবার ও ভূমি মালিক এ কে এম নুরনবী চৌধুরী এবং দিলওয়ার জাহানের পরিবারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। তাঁদের ও আর নিজাম আবাসিক এলাকার ১০ নং রোডস্থ বাড়ি নং ১১১ প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমি মালিকগণ সিপিডিএলের প্রতি তাঁদের আস্থা প্রকাশ করে গ্রাহকপ্রিয়তার প্রশংসা করেন। সিপিডিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন যথার্থ মান ও সঠিক সময়ে প্রকল্প উন্নয়নে প্রত্যয় ব্যক্ত করেন। যথাযথ অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে আইকনিক এ প্রকল্পটি শীঘ্রই সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড থেকে অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফিরিঙ্গিবাজারে ৬ হাজার ইয়াবসহ গ্রেপ্তার ২