ইপিজেড ও শ্রম আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

| শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বাংলাদেশ ইপিজেড আইনবিধি এবং বাংলাদেশ শ্রম আইনবিধি বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে প্রফেশনাল গ্রুপ এইচআরকাপা (ঐজঈঅচঅ) এর উদ্যোগে প্রশিক্ষণটির আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইন অভিজ্ঞ প্রশিক্ষক এবং কনসালটেন্ট, খন্দকার টি আহমেদ। এতে চট্টগ্রামের বিভিন্ন তৈরী পোশাক কারখানা ও অন্যান্য শিল্পকারখানার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সবাইকে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এবিএম আরমান হোসেন (বাবু), নাজির আহমেদ (মিঠু), মো. নাজমুল হাসান, মো. আবদুর রহমান সোহাগ, কাসসাফুল হক, মো. দেলোয়ার হোসেন, মো. কামরচল হাসান, ওমর ফারচক, রঞ্জিত কুমার কুরী, হ্যাপি বড়ুয়া, রাজিয়া সুলতানা ও জোসেফ এন্ড্রু ইউগিনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান আবাসিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
পরবর্তী নিবন্ধকলম্বিয়ার আমাজনিয়া রেইনফরেস্টে সামাজিক ব্যবসা পরিদর্শন ইউনূসের