নগরীর ইপিজেড থানা এলাকা থেকে বিভূতী ভুষন ভৌমিক (৫০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে ইপিজেড থানাধীন ব্যরিস্টার কলেজ গেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিভূতী ভুষণ ভৌমিক ওই এলাকার হরিভূষণ ভৌমিকের ছেলে। ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম আদালত এন আই অ্যাক্টের একটি মামলায় এক বছর কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বয়স বিবেচনায় বিভূতী ভুষনকে দ্রুত কারাগারে পাঠানো হয়েছে।