নগরীর ইপিজেড থানাধীন ইপিজেড গেইট এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ইপিজেড থানায় মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক মো. মাকসুদ (৪২) ভোলা জেলার লালমোহন থানার দক্ষিণ বেদুরিয়া গ্রামের রবিউল হকের ছেলে।
তিনি নগরের ইপিজেড থানার লেবার কলোনির নিরিবিলি হাউস রফিক বিল্ডিংয়ে বসবাস করতেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় মাকসুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।