ইপিজেডে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

শিক্ষা আর জ্ঞানের প্রসার মানুষকে মুক্তি দিতে পারে’হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খানের উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর দুপুর ১টায় ইপিজেডস্থ ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজ প্রাঙ্গণে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়। ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান বলেন, দেশ ও জাতির উন্নয়নে, সমাজের পরিবর্তনে আগামীতে এমন সামাজিক এবং মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সহ সভাপতি ফরিদ উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ হোসেন রাসেল, মো. ইদ্রিস, যুব ও ক্রীড়া সম্পাদক মো. বেলাল, আইন সম্পাদক এড. আজম আলী জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল