বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কর্তৃপক্ষের আওতাধীন মোংলা, ঈশ্বরদী, উত্তরা ইপিজেড ও মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে আরো বেশি বিনিয়োগ আকর্ষণে ‘বিনিয়োগের সুযোগ: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল কর্ণফুলী ইপিজেডে অনুুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ। তিনি বলেন, গত ২০২১–২২ অর্থবছরে বেপজার আওতাধীন ইপিজেডগুলোর রপ্তানির পরিমাণ ছিল ৮ দশমিক ৬৬ বিলিয়ন মার্কিন ডলার যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। গত অর্থবছরে ইপিজেডগুলোতে আগের বছরের তুলনায় বিনিয়োগে ২০ দশমিক ২৬ শতাংশ, রপ্তানিতে ৩০ দশমিক ৪১ শতাংশ ও কর্মসংস্থানে ৩৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ইপিজেডগুলোতে নতুন বিনিয়োগকারী আকর্ষণের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে বেপজা নিরলস কাজ করে যাচ্ছে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. জিল্লুর রহমান। সেমিনারে শিল্প পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান সহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।