ইপিআই কর্মসূচি জোরদার করার লক্ষ্যে সমন্বয় সভা

| বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ পরিচালিত নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান ইপিআই কার্যক্রম শতভাগ কভারেজ করার লক্ষ্যে চসিকে কর্মরত সকল জোনাল মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ানদের নিয়ে ‘ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা’ গত রবিবার সকালে চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ডাঃ সেলিম আকতার চৌধুরী বলেন, মেয়রের দিকনির্দেশনায় নগরীর চিকিৎসা সেবায় গতিশীলতা আনতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেক টিকাদান কেন্দ্রে টার্গেট অনুযায়ী টিকা প্রদানের বিষয় অবশ্যই সুনিশ্চিত করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত সেশন ব্যবস্থা করা হবে। সভায় গত বছরের ইপিআই কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে কার্যক্রম উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র এসআইএমও ডাঃ সরওয়ার আলম। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মোঃ আবু ছালেহ।

সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমাম হোসেন রানা, বিভাগীয় কো অডিনেটর (হু) ডাঃ ইমং প্রু চৌধুরী, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্তী, ডাঃ মোঃ হাসান মুরাদ চৌধুরী, ডঃ সুমন তালুকদার, ডাঃ আকিল মাহমুদ নাফে, ডাঃ জুয়েল মহাজন, ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিস্ট ইউনিসেফ চট্টগ্রাম ডাঃ প্রসূন রায়, প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহিলা সমিতি শিশু সদনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের আলোচনা সভা