ইন্দোনেশিয়াকে তাদের মাঠেই রুখে দিয়েছে বাংলাদেশ। বাংদুংয়ে বুধবার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এ নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটির বিপক্ষে সাত ম্যাচে দ্বিতীয়বার ড্র করল লাল–সবুজ জার্সিধারীরা। দলের আক্রমণভাগে জায়গা পেয়েছিলেন চট্টগ্রামের ছেলে সাজ্জাদ হোসেন। অবশ্য শুরু থেকে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা দল সাজ্জাদকে পর্যাপ্ত বলের জোগান দিতে পারেনি। ফলে তার পক্ষে কিছু করা সম্ভব হয়নি। মাঠে আধিপত্য করা ইন্দোনেশিয়ার সব আক্রমণ মুখ থুবড়ে পড়ে গোলরক্ষক জিকোর সামনে। ২১তম মিনিটে সতীর্থের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে শট নেন স্টিফানো জানতজি। জিকোর গায়ে লেগে বল যায় বাইরে। এর চার মিনিট পর বাংলাদেশ প্রথম উল্লেখযোগ্য আক্রমণ করে। তবে বঙের বাইরে থেকে রাকিব হোসেনের জোরাল শট গোলকিপারের গ্লাভসে জমে যায়। দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য করে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া (১৫৯তম)। ৫৪তম মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি–কিকে সাজ্জাদের নেওয়া শট প্রতিহত হয়। ১০ মিনিট পর সাজ্জাদকে তুলে ফয়সাল আহমেদ ফাহিমকে নামান কোচ। এর একটু পরই স্টিফেনোর হেড জিকো ফিস্ট করে প্রতিহত করেন। ৭৩ মিনিটে ইন্দোনেশিয়া একবার বল জালে জড়ালেও অফসাইডের বাঁশি বাজে।
গোলের জন্য মরিয়া ইন্দোনেশিয়াকে আবার হতাশ হতে হয় ৮৭তম মিনিটে। বাকিটা সময়ও একইভাবে স্বাগতিকদের আটকে রেখে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।