এশিয়া কাপ হকিতে বাংলাদেশ ষষ্ঠ

স্পোর্টস ডেস্ক  | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:২৩ পূর্বাহ্ণ

এশিয়া কাপ হকিতে আবারও ষষ্ঠ হয়েছে বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বুধবার বাংলদেশ পাকিস্তানের বিপক্ষে ৮০ গোলে হেরেছে। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানকে এগিয়ে নেন রেজওয়ান আলি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পিসি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন মোবাশ্বের আলি। তৃতীয় কোয়ার্টারে শুরুতে একটি এবং পরে আরও দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে আরও তিন গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪২ গোলে হারিয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পেয়েছিল বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ার কাছে ৬১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২১ গোলে জিতেছিল। পরে মালয়েশিয়ার কাছে ৮১ গোলে হেরে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে তৃতীয় হয়েছিল দল। এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে বসেছিল ঢাকায়। সেবার চীনের বিপক্ষে ৩৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪৩ ব্যবধানে জিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। সেখানে জাপানের কাছে ৪০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনকে অত্যাধুনিক রকেট দেবে যুক্তরাষ্ট্র, বৃহৎ যুদ্ধের শঙ্কা
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়াকে রুখে দিল বাংলাদেশ