একসময়ের ব্যান্ড ‘ব্ল্যাক’র সাবেক ও বর্তমান ‘ইন্দালো’ ব্যান্ডের ভোকাল জন কবির। পাশাপাশি অভিনেতাও তিনি। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় তার ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘কখন কীভাবে এখানে কে জানে’। খবর বাংলানিউজের। মোট ১৩টি গান নিয়ে সাজানো হয়েছিল অ্যালবামটি। এই অ্যালবামের নামে কোনও গান ছিল না। এবার নির্মিত হলো ‘কখন কীভাবে এখানে কে জানে’ শিরোনামের গান। তবে গানটি ব্যবহার করা হবে ‘ইন্দালো’-এর নতুন একটি অ্যালবামে। জানা গেছে, জন কবিরের ব্যান্ডদল ‘ইন্দালো’ সদস্যরা নতুন অ্যালবাম ‘উত্তর খুঁজি দক্ষিণে’-এর কাজ করছেন। এই অ্যালবামে ‘কখন কীভাবে এখানে কে জানে’ গানটি রাখা হবে।