ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য

পাঠানটুলীতে মতবিনিময় সভায় অধ্যক্ষ হেলালী

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা হবে না। ইসলামের শিক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সকল নাগরিককে সমান মর্যাদা ও সুযোগসুবিধা নিশ্চিত করা জরুরি। গতকাল সোমবার

পাহাড়তলী ওয়ার্ডে সনাতনী সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন, সাবেক কাউন্সিলর মাহফুজ আলম। সভায় উপস্থিত ছিলেন তপন চন্দ্র দাস, লিপন কুমার দাস, মিলন বাবু, খোকন চন্দ্র দাস, অ্যাডভোকেট নেপাল বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অসচ্ছল ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধচুয়েটের ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা