আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আয়োজনে ইনসানিয়াত বিপ্লব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আরেফ সারতাজের সভাপতিত্বে ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখা কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্ ও ইমাম হায়াতের দিকনির্দেশনায় সভায় বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উপদেষ্টা শাহিন হামিদ ইব্রাহিম। আরো উপস্থিত ছিলেন সোহেল মোহাম্মদ ইসলাম, শেখ নঈম উদ্দিন, এমদাদুল হক, আল্লামা রেজাউল কাউসার, শহিদুজ্জামান, ইয়াছিনুল হক, মঈনউদ্দীন, সোহেল আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মানবতায় বিশ্বাসী সকল মানুষকে মহাসমাবেশে উপস্থিত হওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












