ইতিহাস গড়ে আইপিএলে দল পেল ১৩ বছরের বৈভব

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ইতিহাস ঘটে গেল আইপিএলের মেগা নিলামে। মাত্র ১৩ বছর বয়সেই কোটিপতিতে পরিণত হলো বৈভব সূর্যবংশী। বাঁহাতি এই ব্যাটারকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে নেয় রাজস্থান রয়্যালস। যদিও তার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ। এত কম বয়সে এর আগে কোনো ক্রিকেটার আইপিএলের কোনো দলে সুযোগ পাননি। চলতি বছরের জানুয়ারিতেই পেশাদার ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। তখন তার বয়স ছিল ১২ বছর ২৮৪ দিন। ১৯৮৬ সালের পর সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার। রেকর্ডটি অবশ্য ভারতীয় ক্রিকেটারের দখলেই আছে। ১৯৪২ সালে মাত্র ১২ বছর ৭৩ দিনে রাজপুতানার হয়ে রঞ্জি ট্রফি খেলেন আলিমউদ্দিন। তার আগেপরে মিলিয়ে ১৩ বছর পূর্ণ হওয়ার আগে অভিষেক হয়েছে ৮ ক্রিকেটারের।গত বছরের নভেম্বরে বাংলাদেশ, ইংল্যান্ডসহ নিজেদের দুটি অনূর্ধ্ব১৯ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করে ভারত। যেখানে অনূর্ধ্ব১৯ বি দলের হয়ে খেলে ৬ ম্যাচে ১৭৭ রান করে বৈভব। সর্বোচ্চ ৭৫ রান করে বাংলাদেশের বিপক্ষে। তার ইনিংস দেখে প্রশংসা করেন বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেন, ‘ওয়াসিম (জাফর) স্যার বাংলাদেশ অনুর্ধ্ব১৯ দলের সঙ্গে ছিলেন। বৈভবের শট নির্বাচন তাকে মুগ্ধ করেছিল। এমনকি ভিভিএস লক্ষ্মণও বলে দেন, বড় মঞ্চে খেলার জন্য বৈভব তৈরি। তবে সামনের কয়েক বছরে সে আর কতটা উন্নতি করতে পারে, সেদিকে লক্ষ্য থাকবে বলেই জানান লক্ষ্মণ। এই মুল্যায়ন আমাদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। ’ এখন পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বৈভবের সংগ্রহ ১০০ রান। টিটোয়েন্টিতে এক ম্যাচে ১৩ রান এসেছে তার ব্যাট থেকে।

পূর্ববর্তী নিবন্ধশামসুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধহোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাবে বাংলাদেশ : ফাহিমা