ইতিহাসে অমর হয়ে থাকবেন আমার পিতা : ভূমিমন্ত্রী

স্বাধীনতা পুরস্কার গ্রহণের পর বাবার কবরে শ্রদ্ধাঞ্জলি

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২২ মে, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আমার মরহুম পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্বাধীনতা পুরস্কারের সম্মান চট্টগ্রামবাসী তথা আনোয়ারা-কর্ণফুলীর আপামর জনগণের। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবদানের স্বীকৃতি স্বরূপ আমার পিতা এই সম্মানে ভূষিত হয়েছেন। যার ফলে দেশের ইতিহাসে অংশ হিসেবে তিনি অমর হয়ে থাকবেন। আজ আমি সেই গর্বিত পিতার সন্তান হিসেবে গর্ববোধ করছি। আমার পিতার এই স্বীকৃতি আমাকে জীবনের প্রতিটি ধাপে অনুপ্রাণিত করবে, সাহস যোগাবে। পিতার স্বপ্ন বাস্তবায়নে নিজেকে আরও উৎসর্গ করতে সক্ষম হব। এ অনন্য স্বীকৃতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার ও আমার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমার মরহুম পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ আবদানের জন্য আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্বাধীনতা পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গত বৃহস্পতিবার সকালে গণভবন থেকে গ্রহণের পর চট্টগ্রামে এসে গতকাল শুক্রবার বিকালে উপজেলার হাইলধর গ্রামের বাড়িতে তাঁর জ্যৈষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বাবুর কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এসএম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, সহ সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, আওয়ামী লীগ নেতাদের মাঝে ফজলুল করিম চৌধুরী বাবুল, সুগ্রীব মজুমদার দোলন, কলিম উদ্দিন, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, ছগীর আজাদ, চেয়ারম্যানদের মাঝে জানে আলম, ইয়াছিন হিরু, হাসনাইন জলিল শাকিল, অসীম কুমার দেব, এম এ কাইয়ূম শাহ, নাজিম উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, মো. আলী, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, আজিজুল হক নসু, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সচিব অ্যাড. ইমরান হোসেন বাবু, জসিম উদ্দিন আমজাদী, আমির আহমদ খান, জসিম উদ্দিন, আবদুল লতিফ, নুরুল আবছার তালুকদার, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, সদস্য সচিব অনুপম চক্রবর্ত্তী বাবু, এম. নজরুল ইসলাম, জাফর ইকবাল তালুকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই-তিন গুণ বেশি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন