আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ৫১ বছর পূর্ণ হলো এই বছর। যা ইতিহাসের এক গৌরবময় মুহূর্ত। এই বিজয় আজ বাঙালি জাতিকে সুযোগ করে দিয়েছে, বিশ্বের সামনে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে। দীর্ঘ ২৩ বছরের করুণ ইতিহাসে পাকিস্তানি শাসকগোষ্ঠী চালিয়েছে ছিল নিষ্ঠুর অত্যাচার, বঞ্চিত করেছিল সকল অধিকার থেকে। এই বিপদ থেকে মুক্তি পেতে মহান সৃষ্টিকর্তা বাঙালি জাতির কাছে পাঠান এক উজ্জ্বল নক্ষত্র, বাংলার বিপদের বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার অনুপ্রেরণায় বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে আরও প্রবলভাবে অনুপ্রেরণা পায় বাঙালি জাতি। বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে অধিকার পুনরুদ্ধারে।
দীর্ঘ নয় মাস চলে রক্তক্ষয়ী যুদ্ধ। অবশেষে সে মহেন্দ্রক্ষণ আগত হয়। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতি দীর্ঘ বছরের প্রত্যাশার কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। মুক্তি পায় অসহ্য, নিষ্ঠুর অত্যাচার থেকে। ফিরে পায় নিজেদের বঞ্চিত হওয়া অধিকার। ত্রিশ লক্ষ শহীদের প্রাণ ও মা–বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় বাঙালি জাতির কাঙ্ক্ষিত বিজয়। বহু ত্যাগ–তিতিক্ষা, মহাসংগ্রাম আর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই মহান স্বাধীনতা।