ইডেন ইংলিশ স্কুল দ্বিতীয় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শনিবার শুরু

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর শিকারপুরে অবস্থিত ইডেন ইংলিশ স্কুল মাঠে আগামী ৮ জানুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে ইডেন ইংলিশ স্কুল ২য় দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরু উপলক্ষে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সিনিয়রস্‌ ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। এবার নিয়ে দ্বিতীয় বারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্ট ২২ জানুয়ারী সম্পন্ন হবে। টুর্নামেন্টে প্রফেশনাল, নন-প্রফেশনাল ও প্রবীণ (৪৫ বছরের উর্ধ্বে) এই তিন ক্যাটাগরিতে খেলোয়াড়রা অংশ নেবেন। প্রফেশনাল ক্যাটাগরিতে ১৬টি, নন-প্রফেশনাল ক্যাটাগরিতে ৩২টি এবং প্রবীণ ক্যাটাগরিতে ১৬টি টিম অংশ নেবে। টুর্নামেন্ট পরিচালনায় ১৫ লক্ষ টাকার মতো খরচ হবে। টুর্নামেন্টের প্রাইজমানি দেয়া হবে ১ লাখ ৭০ হাজার টাকা। এরমধ্যে প্রফেশনাল ক্যাটাগরির চ্যাম্পিয়নরা পাবেন ৫০ হাজার টাকা, রানার আপ পাবেন ৩০ হাজার টাকা। অন্যদিকে নন-প্রফেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ৩০ হাজার টাকা, রানার আপ পাবেন ২০ হাজার টাকা। প্রবীন ক্যাটাগরিতে চ্যাম্পিয়নরা পাবেন ২৫ হাজার টাকা, রানার আপ ১৫ হাজার টাকা।
৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর ট্রাস্টি বোর্ডের সদস্য মো. খালেদ মাহমুদ। সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম জানান,ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খালেদ মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে গত ২০২০ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩ জানুয়ারিতে এই দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম আসরের আয়োজন করা হয়েছিল। প্রথম আসরেই সেই এলাকায় অভূতপূর্ব সাড়া পড়ে যায়। ব্যাপক আগ্রহের সৃষ্টি হয় এই টুর্নামেন্টকে নিয়ে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় সালমান, মিজান, খালেদ, নাঈম, ওয়াহিদুল, পরেশ। সংবাদ সম্মেলনে ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. খালেদ মাহমুদ স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে বলেন এলাকার শিশু কিশোরদের পড়ালেখার পাশাপাশি অন্যান্য সামাজিক,সাংষ্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে জড়িত করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনও তেমন একটি লক্ষ্য। এর ফলে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় শিশু,কিশোর ও যুব সমাজের মধ্যে আমরা একটা মেসেজ দিতে পারছি এ আয়োজনের মাধ্যমে। আশা করা যায় আমাদের পরবর্তী প্রজন্ম এ থেকে উপকৃত হবে। তারা নেতিবাচক কর্মকান্ড বাদ দিয়ে ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে সমাজে একটা পরিবর্তন আনবে। এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমরা তা লক্ষ্য করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মো. নাজিম, বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, শিকারপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক, মো. হানিফ জাবেদ, জুবায়ের মনির মনিরুজ্জমান, মহিউদ্দীন, ইসমাঈল, ফাইয়াজ ইমতিয়াজ, আলী আকবর ফয়সাল, এনামুল হক, আইয়ুব আলী বাবলু, জাবেদ হোসেন বাদল, জাহেদ জলিল বাবু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবনফুল ফুটবল লিগে পাইরেট্‌সের দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৪ ক্রিকেটে বি-বাড়িয়াকে হারিয়েছে চট্টগ্রাম জেলা দল