ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখর হয়ে ওঠে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) ক্যাম্পাস প্রাঙ্গণ। সঙ্গে রয়েছেন তাদের অভিভাবকরাও। ইডিইউর সামার ২০২২ সেমিস্টারের ভর্তি গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা পর্যন্ত তিনটি স্কুলের অধীনে নয়টি বিভাগে ভর্তি ফরম নেয়া শিক্ষার্থীরা অংশ নেয় এই পরীক্ষায়।
তিনটি স্কুলের অধীনে বিবিএ, এমবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএ ইন ইংলিশ, বিএ ইন ইকনোমিক্স বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান কেন্দ্র পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












