ইডিইউতে নারীদের জন্য শতভাগ বৃত্তি

| রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

উইম্যান এম্পাওয়ারমেন্ট এন্ড লিডারশিপ ফান্ড বৃত্তিপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে নিয়ে একটি অনুভূতি-মতবিনিময় সভার আয়োজন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। ইডিইউর সেমিনার হলে গতকাল শনিবার বৃত্তিপ্রাপ্ত নারীরা তাদের জীবনের আখ্যান শোনান উপস্থিত অতিথিদের। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা।

শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠালগ্ন থেকেই নানারকম বৃত্তি ও সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে বৈচিত্র্যময় শিক্ষাপরিবেশ ও সমাজের সকল শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করে চলেছে ইডিইউ, জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, শিক্ষার্থীদের, বিশেষত সম্ভাবনাময় নারীদের সবসময়ই আর্থিক সহযোগিতা দিয়ে আসছি আমরা। আনুষ্ঠানিকভাবে ফান্ড তৈরি করে বিষয়টিকে এই বৃত্তির মাধ্যমে জনসমক্ষে আনা হলো। যারা কখনো ইডিইউতে পড়ার কথা ভাবতেও পারেনি, তারাও এই বৃত্তির ফলে এখানে পড়ার সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানে ইডিইউর উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান, ডিন প্রফেসর ড. নাজিম উদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ বৃত্তির জন্য আবেদনকারীদের অবশ্যই এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার সমন্বিত জিপিএ ন্যূনতম ৯; ও/এ লেভেলের ক্ষেত্রে মোট পয়েন্ট ৩০ হতে হবে। এছাড়া প্রার্থীরা যদি কোনো এনজিও, সামাজিক সংগঠনের সাথে স্বেচ্ছাসেবী কাজে জড়িত থাকে; দারিদ্র্য বিমোচন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সম্পৃক্ত থাকে; অথবা সমাজে ইতোমধ্যে অসামান্য ভূমিকা রাখা বা উদ্যোক্তা হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমবায় প্রতিষ্ঠানকে গণমুখী করতে কাজ করে যেতে হবে
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান