সরকারের নির্দেশে ক্যাম্পাস খোলার পর শিক্ষার্থীদের যে প্রবাহ থাকবে, তা সামলাতে ক্লাসরুম বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) একাডেমিক কাউন্সিলের সভায়। আন্তর্জাতিক শিক্ষক দিবসে গত মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইডিইউকে তার অভীষ্ট লক্ষ্যে পেঁৗঁছাতে শিক্ষকরাই মূল ভূমিকা পালন করে থাকেন। কর্তৃপক্ষের দর্শন ও উদ্যোগকে পরিপূর্ণতা প্রদানের অন্যতম সারথী হলেন তারা। এ সময় ক্লাসরুম বাড়ানোর ব্যাপারে কর্তৃপক্ষ আন্তরিক বলেও জানান তিনি। শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা নিশ্চিত করতে ও সম্ভাব্য সকল ধরনের ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষ কাজ করছে বলে তিনি জানান।
সভায় ক্যাম্পাস খোলার পর ইডিইউর পাঠদান কৌশল কি হবে, তা নিয়ে আলোচনা হয়। এ সময় উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষায় ব্লেন্ডেড লার্নিং বাস্তবায়নের অগ্রদূত। বোর্ড অব ট্রাস্টিজের সদিচ্ছা ও ভিশনের সুবাদে অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধায় আমরা ইতোমধ্যে পরিপূর্ণ। সামনের দিনগুলোয় ইডিইউ ব্লেন্ডেড লার্নিংকে এক অনন্য মাত্রায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, বোর্ড অব ট্রাস্টিজ নমিনি আবদুল মালেক, সহযোগী ডিন যথাক্রমে স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের প্রফেসর ড. রকিবুল কবির, স্কুল অব লিবারেল আর্টসের শহিদুল ইসলাম চৌধুরীসহ প্রতিটি প্রোগ্রামের কো-অর্ডিনেটররা। বিজ্ঞপ্তি