রাঙ্গুনিয়ায় ইট–বালু না কেনায় যুবককে মারধর করে আলোচনায় আসা নাহিদুল ইসলাম অভিকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে উপজেলার দক্ষিণ পোমরা কায়দা আজম এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভি ওই এলাকার লস্কর পাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তাকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে যুবককে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে সেটিও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, গত ১৭ মার্চ রাত ৯টার দিকে অভিযুক্ত অভির কাছ থেকে ইট–বালু না কেনায় মোহাম্মদ ফয়েজ আহমদ (৩৫) নামের এক যুবককে মারধর করে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠে। উপজেলার পোমরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ পোমরা কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফয়েজ জানান, সম্প্রতি তিনি তার বসতবাড়ির পাকা বাউন্ডারি নির্মাণ কাজ শুরু করেন। কাজ শুরুর পর অভিযুক্ত অভি ও ইমন (২৭) নামে দুই ব্যক্তি তাদের কাছ থেকে ইট–বালু কেনার জন্য বলে। কিন্তু তিনি অন্যত্র থেকে ইট–বালু কিনলে অভিযুক্তরা তার কাছ থেকে চাঁদা দাবি করে। পরে অভিসহ ৪–৫ জন মিলে তাকে দেশীয় অস্ত্র হাতে বেধড়ক মেরে রক্তাক্ত করে। এই নিয়ে রাঙ্গুনিয়া থানায় অভিসহ (৩৪) ৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ফয়েজ। এই ঘটনা ছাড়াও অভিযুক্ত অভির বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাংয়ের মতো গুরুতর অপরাধ চালানোর অভিযোগ করেন এলাকাবাসী।
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপ–পরিদর্শক (এসআই) মো. হিফজুল্লাহ জানান, অভি নামের এক যুবককে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ইট বালু না কেনায় অন্য এক যুবককেও মেরে রক্তাক্ত করার অভিযোগ রয়েছে। এটিও তদন্ত করে দেখা দেখা হচ্ছে। প্রমাণ পেলে এটিও মামলা হিসেবে নেয়া হবে। গ্রেফতার অভিকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।