ইটভাটা চালু রাখার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন

আজাদী ডেস্ক | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:৩৩ অপরাহ্ণ

ইটভাটা চালু রাখার দাবিতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে ইটভাটার শ্রমিকরা। গতকাল মঙ্গলবার রাঙ্গুনিয়া ইটভাটা মালিক ও শ্রমিকদের ব্যানারে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সড়কের দুইপাশে ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নিয়েছেন সহস্রাধিক শ্রমিক। এসময় তাদের হাতে ছিল ইটভাটা চালু রাখার দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নানা স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন। সকাল ১০টা থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি চলে দুপুর ১২টা পর্যন্ত। শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সিরাজ উদ্দিন চৌধুরী, জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, সাদেক নুর চৌধুরী টিপু, ইউসুফ চৌধুরী, ইউসুফ মাতব্বর, সেকান্দর হোসেন চৌধুরী, মঞ্জুর মিয়া, মো. ইউনুছ কোম্পানী, মো. ইলিয়াছ কোম্পানী, আয়াতুল ইসলাম, আজাদ কোম্পানী,সাহাব মিয়া, আজিজুল হক কোম্পানী, হাছান তালুকদার, ইটভাটা শ্রমিক মো. আজাদ, মো. সিরাজ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি ইটভাটায় হাজারখানেক শ্রমিক কাজ করে। কর্মরত শ্রমিক ও তাদের পরিবারকে কাজ হারিয়ে অনাহারে দিন কাটাতে হবে। ইটভাটা বন্ধ হয়ে গেলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হবে। এদিকে লোহাগাড়া উপজেলায় ইট প্রস্তুতকারী মালিক, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ এই শিল্পের সাথে সংশ্লিষ্টদেরকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২ মার্চ জাতীয় পতাকা দিবস ঘোষণা দাবি
পরবর্তী নিবন্ধসেরা নেতৃত্বের সম্মাননা পেলেন নৌবাহিনী কলেজ অধ্যক্ষ