ইঞ্জিন বিকল হয়ে জেটি ও জাহাজের মাঝে নৌকা

আতংকে নদীতে ঝাঁপ দেয়া ৫ যাত্রীকে উদ্ধার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ এপ্রিল, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

লকডাউন অমান্য করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে কর্ণফুলী নদী পারাপারের সময় ইঞ্জিন চালিত নৌকা বিকল হয়ে দুর্ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় কর্ণফুলী নদীর ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা বেলাল ও আলমগীর সহ ৫ জনকে উদ্ধার করে। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বা কেউ নিখোঁজও হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাঙ্গারচর থেকে সল্টগোলা অভিমুখে আনুমানিক ৪৫/৫০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত বোট সকাল ৯টায় রওনা দেয়। মহেশখালের মুখে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে বোটটি এমভিপি জেটি ও জাহাজের মাঝে ঢুকে যায়। এসময় নৌকার বেশ কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে ৫ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাসায় বিশ্রামে রাখা হয়েছে। উল্লেখ্য, অব্যবস্থাপনা ও অতিরিক্ত যাত্রী বোঝাই, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পারাপারের ফলে ২০০৯, ২০১২ ও ২০১৯ সালে ৩টি দুর্ঘটনায় মোট ১০ জনের অধিক যাত্রী প্রাণ হারান। স্থানীয় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম হৃদয় বলেন, ডাঙ্গার চর-সল্টগোলা ঘাটে ইতিমধ্যে অনেক নৌ-দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও যথাযথ তদারকি না থাকায় কেউ নিয়ম মেনে নৌকা চালায় না। এ বিষয় নজরদারি খুবই জরুরি।

পূর্ববর্তী নিবন্ধযেমন চলছে কঠোর লকডাউন
পরবর্তী নিবন্ধ২০ মে থেকে সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ