রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে একের পর এক অবৈধ স্থাপনা গড়ে উঠছে। উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীর তীরে পাউবোর জায়গা দখল করে গড়ে উঠেছে শত শত স্থাপনা। প্রায় দেড় যুগ ধরে চলে এ দখল প্রক্রিয়া। ইছামতীর রাঙ্গুনিয়া অংশে প্রায় ২০ কিলোমিটার অংশজুড়ে রয়েছে কয়েক শতাধিক অবৈধ স্থাপনা। গতকাল মঙ্গলবার ইছামতী নদীর রাঙ্গুনিয়ার রোয়াজারহাট অংশে ২৭ অবৈধ দখলদারকে উচ্ছেদ নোটিশ দিয়েছে পাউবো। নোটিশে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এসময়ের মধ্যে তারা অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে অপসারণ করে না নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পরবর্তীতে এদের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড রাঙামাটি পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, পাউবোর জায়গা যে সব ব্যক্তি দখল করে আছেন, ইতিমধ্যে তাদের জায়গা ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে। যারা ছাড়বে না সে সব এলাকায় অভিযান চালানো হবে।