চট্টগ্রামের সাতকানিয়ার ইছামতি ইয়াকুব মরিয়ম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন নুরুল আলম।
আমন্ত্রিত অতিথি ছিলেন পশ্চিম ঢেমশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ জিন্নাহ, গভর্নিং বোডের সদস্য জাকির হোসেন, নুরুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক দিদারুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মা, মাটি, মানুষ, এই গ্রাম, এই স্কুল তোমাদের।
আশা করি তোমরা তোমাদের এই শিকড়কে কখনো ভুলে যাবে না। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তোমরা আগামীতে আরও নতুন নতুন অনেক প্রতিষ্ঠানের সাথে পরিচিত হবে। মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হবে। প্রতিষ্ঠিত হবে, নিজেদের গ্রামকে সমৃদ্ধি করবে, দেশকে সমৃদ্ধ করবে। প্রেস বিজ্ঞপ্তি।