চুয়েট অফিসার্স এসো’র মানববন্ধন

পেশাগত বৈষম্য দূরীকরণ

| সোমবার , ২০ জুন, ২০২২ at ১১:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীতব্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে এক মানববন্ধন দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার চুয়েটের স্বাধীনতা চত্বরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে মানববন্ধনে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আমিন মোহাম্মদ মুসা।

আমন্ত্রিত অতিথি ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম। কর্মসূচি সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। মানবনন্ধনে চুয়েটের সর্বস্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন জামাল উদ্দিন চৌধুরী এবং বিশ্বজিৎ ভট্টাচার্য।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের ইতিহাস জানতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে
পরবর্তী নিবন্ধইছামতি মরিয়ম বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা