সাতকানিয়া উপজেলার ইছামতি এয়াকুব মরিয়ম উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জামাল হোসাইনের সভাপতিত্বে বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক ফরিদুল আলমের সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণাধীন নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন নুরুল আলম, ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ্, সদস্য শাহাজাদা নুরুল ইসলাম, ক্রীড়াবিদ আহমদ নবী, মানবাধিকার কর্মী জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, দুর্বলরা ভাগ্যে বিশ্বাস করে, আর সবলরা ভাগ্যকে ছিনিয়ে আনে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ভাগ্যকে ছিনিয়ে আনার মতো প্রতিভা লক্ষ্য করা যাচ্ছে। আমরা মনে করি, তোমরা সৌভাগ্যকে ছিনিয়ে এনে তোমাদের মা, বাবা, শিক্ষক-শিক্ষিকা সর্বোপরি দেশের সুনাম বয়ে নিয়ে আসবে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।